About Us

বাংলাদেশের যুব সমাজের বেকারত্বকে দূর করতে এবং নতুন এক শিক্ষা ব্যবস্থা উপহার দিতে তরু একাডেমি এর যাত্রা শুরু । বর্তমান যুগে যেখানে পাঠ্যপুস্তক এর জ্ঞান এবং সার্টিফিকেট এর থেকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে স্কিলকে , সেখানে আমরা অন্য দেশ থেকে বহুগুনে পিছিয়ে। এবং এর অন্যতম কারণ সঠিক গাইডলাইন এবং রিসোর্স এর অভাব । তাই দেশসেরা প্রশিক্ষক, কোর্সেস এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা এসেছি তোমাদের জন্য ।

আমাদের সপ্ন বাংলাদেশে একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিল কে বাছাই করতে পারবে, সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে, এবং নিজের ক্যরিয়ারে তার স্কিল কে কাজে লাগিয়ে তার ক্যারিয়ার কে আরো সুন্দর করে তুলতে পারবে। আমরা চাই এদেশের প্রতিটা শিক্ষার্থীকে যুব শক্তিতে রুপান্তর করতে এবং এদেশের বেকারত্যের হারকে কমিয়ে আনতে।

নিজের স্কিল কে ডেভেলপ করতে, ক্যারিয়ার এ ভালো কিছু করতে এবং পাশাপাশি নতুন এক দক্ষ যুব সমাজ উপহার দিতে আজই যুক্ত হয়ে জান তরু একাডেমি সাথে ।

Let Numbers Talk

Courses
0 +
Instructors
0
Students
0 +

আমাদের ইন্সট্রাক্টরগণ

সিফাতুর রহমান
Web Development Instructor
সিফাতুর রহমান
Mobile Development Instructor
সিফাতুর রহমান
Machine Learning Instructor
সিফাতুর রহমান
Data Science Instructor