এভিয়েশন ইন্ডাস্ট্রির যেই ভাবে প্রসার ঘটছে, সেই তুলনায় সম্পূর্ণভাবে এয়ারটিকেটিং এন্ড রিজার্ভেশন সিস্টেম বা জিডিএস জানা দক্ষ লোকবলের সংখ্যা বাড়ছে না। যার কারনে বিভিন্ন জব পোর্টাল, এয়ারলাইন্স ও এজেন্সীর ওয়েব সাইট গুলোতে দক্ষ রিজারভেশন অফিসার চেয়ে সার্কুলার দেখা যায় সব সময়।
এই লোকবল ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে, নিজেকে দক্ষ বানিয়ে আপনিও বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির রিজারভেশন সেকশনে চাকুরী করে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। মিনিমাম কম্পিউটার এর বেসিক জানা এবং এইচ,এস,সি কমপ্লিট করা যে কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ডের যে কেউ এই ক্যারিয়ারে আসতে পারেন।
“এয়ার টিকেটিং এন্ড এয়ারলাইন্স রির্জাভেশন” সেক্টরে আপনি বিগিনার হলেও আমাদের আড়াই মাসের এ প্রোগ্রামে জয়েন করতে পারবেন নির্ভয়ে। কারন এ প্রোগ্রামের সিলেবাস তৈরি করেছেন এভিয়েশন এবং ট্রাভেল সেক্টরের অভিজ্ঞরা । আর দেশের শীর্ষ জিডিএস প্রোভাইডারদের টেকনিক্যাল এক্সপার্টদের দ্বারা সম্পূর্ণ প্রোগ্রামটি রিভিউ করা হয়েছে।
তাই যেভাবে শিখলে আপনি সহজে একজন “এয়ার টিকেটিং এন্ড এয়ারলাইন্স রির্জাভেশন” এক্সপার্ট হয়ে উঠবেন, সেভাবেই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে।
শুধু শুক্র অথবা শনিবার, বন্ধের দিনগুলো কাজে লাগিয়ে-ই রিজার্ভেশনের এই দক্ষতা অর্জন করতে পারবেন
আমাদের কোর্সের মূল উদ্দেশ্যই হলো আপনাকে এভিয়েশন টেক-ইন্ডাস্ট্রিতে জবের জন্য দক্ষ করে তোলা অথবা এভিয়েশন ট্রেড এ উদ্দ্যোক্তা হিসাবে গড়ে তোলা।
কোর্স শেষে উদ্দ্যোক্তাদের জন্য থাকে ট্রাভেল বিজনেস প্রতিষ্ঠা করার পরিপূর্ণ গাইড লাইন এবং সব ধরনের সাপোর্ট। যেই কারনে আপনি জানতে পারবেন কিভাবে খুবই অল্প ইনভেস্টমেন্টে একটি ট্রাভেল বিজনেস সফলভাবে অপারেট করতে হয়।
আগামী আড়াই মাস আমাদের ট্রেনিং এ আপনার ডেডিকেশন সাথে আমাদের সার্বিক সহযোগীতা আপনাকে একজন “এয়ার টিকেটিং এন্ড এয়ারলাইন্স রির্জাভেশন” এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে।
—————————-—————————–
আমাদের “এয়ার টিকেটিং এবং এয়ারলাইন্স রির্জাভেশন ” কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেয়া হটলাইন নাম্বারে কল করুন বা সরাসরি আমাদের অফিসে এসে মেন্টরদের কাছ থেকে বিস্তারিত জানুন।
কোর্স শেষে উদ্দ্যোক্তাদের জন্য থাকে ট্রাভেল বিজনেস প্রতিষ্ঠা করার পরিপূর্ণ গাইড লাইন এবং সব ধরনের সাপোর্ট। যেই কারনে আপনি জানতে পারবেন কিভাবে খুবই অল্প ইনভেস্টমেন্টে একটি ট্রাভেল বিজনেস সফলভাবে অপারেট করতে হয়।